Halloween Costume ideas 2015

Mental Problem's Solutions

Latest Post

8:06 AM
রাঙামাটি পার্বত্য জেলায় ছাত্র বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

রাঙামাটি পার্বত্য জেলায় ছাত্র বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ‘বাঙালীরাই এদেশের আদিবাসী‘ বলে সম্প্রতি যে মন্তব্য করেছেন তার প্রতিবাদে পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে রবিবার বিক্ষোভ হয়েছে৻ ন‘টি ক্ষুদ্র পাহাড়ি জাতিসত্বার ছাত্রসংগঠন এই কর্মসূচিতে অংশ নেয়৻

খাগড়াছড়িতে বিক্ষোভকারীদের মিছিলে পুলিশ বাধা দিলে তা সংঘর্ষে রূপ নেয়৻ এতে চার পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে বলে বলা হচ্ছে৻ পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি গত মাসে ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে আদিবাসী হিসেবে অভিহিত না করার জন্যে আহবান জানিয়েছিলেন৻ বিক্ষোভকারীরা বলছেন, তাদের জাতিসত্বার অধিকার সরকারকে নিশ্চিত করতে হবে৻

পুলিশের বাধার মুখে চট্টগ্রামের একটি মিছিলও পণ্ড হওয়ার খবর পাওয়া গেছে। শিক্ষার্থীদের আজকের এই বিক্ষোভটি মূলত একযোগে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে অনুষ্ঠিত হয়।

পুলিশ জানায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য জেলা খাগড়াছড়িতে সকালে একটি মিছিল বের করে ৯টি ক্ষুদ্র জাতিসত্তার ছাত্র সংগঠনের জোট আদিবাসী ছাত্র ঐক্যজোট। খাগড়াছড়ির পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক বিবিসিকে বলেন, ওই মিছিলটির কোনও অনুমতি না থাকায় তারা বাধা দিলে ছাত্ররা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে শুরু করে বলে জানান।

মিছিলের আয়োজক সংগঠনগুলোর একটি ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, এর সাধারণ সম্পাদক খগেন ত্রিপুরা অবশ্য বিবিসিকে বলছেন যে সংঘর্ষে তাদের বেশ কিছু ছাত্র-ছাত্রী আহত হয়েছে। তিনি এও বলছেন যে পুলিশই প্রথম তাদের উপর হামলা চালালে সংঘর্ষ বাধে। তবে, পুলিশ তা অস্বীকার করেছে।

মূলত ত্রিপুরা, মারমা, তঞ্চঙ্গ্যা, ম্রো, খ্যাং, চাক, বম, খুমি ও অহমীয়া -- এই নয়টি ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষার্থীদের সংগঠনগুলো খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে রবিবার একযোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছিলো। চট্টগ্রামে পুলিশের বাধায় মিছিল পণ্ড হওয়ার খবর পাওয়া গেলেও বাকি জায়গাগুলোতে সুষ্ঠুভাবেই পালিত হয়েছে কর্মসূচী।

মারমা স্টুডেন্টস কাউন্সিল রাঙামাটি শাখার সভাপতি উনুসিং মারমার জানান, আদিবাসী ছাত্র ঐক্যজোট এর দাবিগুলোর মধ্যে রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সংবিধানে জাতীয়তাবাদ বিষয়ক অনুচ্ছেদ সংশোধন এবং শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের মতো বিষয়গুলো।

8:06 AM
সাবমেরিন কেবলস্ মেরামতের কারণে বাংলাদেশে শনিবার ভোররাতে দেড় ঘণ্টার বেশি সময় ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটেছে। রাত ২টা ৪০ মিনিট থেকে ভোর ৪টা ২০ মিনিট পর্যন্ত ইন্টারনেট সংযোগে এই ব্যাঘাত ঘটে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশের কক্সবাজারে সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন।

বাংলাদেশের কক্সবাজারে সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন। ফাইল ছবি।

বাংলাদেশ সময় শনিবার রাত ২টায় সিঙ্গাপুরের কাছে সাবমেরিন কেবলস্ সংযোগে এক সংস্কার কাজ শুরু হওয়ায় এ বিঘ্ন ঘটে যা পরে ঠিক হয়ে যায়। এই সংস্কার কাজ আরও চারদিন চলবে বলে জানাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তবে সংযোগে ব্যাঘাত ঘটতে পারে এখবর আগেই জানিয়ে দেয়া হয়েছিল। বর্তমানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যখন তৃণমূল পর্যায় পর্যন্ত তথ্যপ্রযুক্তি সেবা পৌঁছে দেয়ার কথা বলা হচ্ছে তখন দেড়-দুঘন্টা সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার বিষয়টিকে কিভাবে নিচ্ছেন ব্যবহারকারীরা? বাংলাদেশের একটি অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টুয়েন্টি-ফোর ডটকমের তথ্য প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা মনোজ রায় বলছেন, তারা ঐ সময়টাতে কোন কাজই করতে পারেননি। তিনি বলেন, বাংলাদেশের প্রয়োজন অন্তত আরও একটি সাবমেরিন কেবলের সাথে যুক্ত হওয়া যা ভবিষ্যতে যে কোন সংকটের সময়ে সহায়তা করবে।

অবশ্য পুরো বাংলাদেশ ইন্টারনেট সংযোগের আওতার বাইরে চলে গেলেও যাদের বিকল্প ব্যবস্থা হিসেবে ভি-স্যাট রয়েছে তারা তাদের কাজ চালিয়ে নিতে পেরেছেন এবং তাদের বড় কোনও বিপত্তি ঘটেনি বলে জানাচ্ছেন ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি-গুলোর একটি সংগঠনের প্রেসিডেন্ট আখতারুজ্জামান মঞ্জু।

তিনি জানান, পূর্ব প্রস্তুতি থাকার কারণে তেমন বড় কোন সমস্যা হয়নি। তাছাড়া, রমজান মাস হওয়ায় এবং ইউরোপে শনিবার কাজকর্ম বন্ধ থাকায় তেমন কোন ব্যবসায়িক ঝামেলাও হয়নি।

মি. মঞ্জু আরও জানান, বাংলাদেশে বর্তমানে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৬০ লাখ। এদের একটি বড় অংশ মাঝরাতে ইন্টারনেট ব্যবহার করেন। এছাড়া রোজার সময় হওয়ায় তেমন বেশি ব্যবহারকারী ছিলনা।

এদিকে, মেরামতের সময়টায় ইন্টারনেট যোগাযোগ বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলেও বাংলাদেশ বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে এমন ধারণা করার কারণ নেই বলে জানালেন বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড বা বিএসসিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন। ভবিষ্যতে এ ধরনের বিপত্তি এড়াতে কি ধরনের উদ্যোগ রয়েছে জানাতে চাইলে মিস্টার হোসেন বলেন ভারত ও চীনের সাথে সংযুক্ত আরেকটি সাবমেরিন কেবলের সাথে যুক্ত হবার চেষ্টা করছেন তারা যা কিছুটা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। এখন এর নিবন্ধনের কাজ চলছে বলে জানান তিনি।

গত বছর একই সাবমেরিন কেবলের সংস্কার কাজ চালানোর সময় বাংলাদেশ ১০ ঘণ্টারও বেশি সময় ইন্টারনেট যোগাযোগ থেকে বিচ্ছিন্ন থাকে।

8:05 AM
afghan

আফগানিস্তানে একটি মার্কিন জঙ্গী হেলিকপ্টার (ফাইল চিত্র)

আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩১ জন মার্কিন এবং সাতজন আফগান সৈন্য নিহত হয়েছে৻

আফগানিস্তানে একক কোন ঘটনায় এই প্রথম এতো ব্যাপক সংখ্যক মার্কিন সৈন্য প্রাণ হারালো৻

আফগান কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সৈন্যরা এই হেলিকপ্টারে করে ওয়ার্দাক প্রদেশে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছিল৻

তালেবানের একজন মুখপাত্র দাবী করেছেন যে তারা গুলি করে হেলিকপ্টারটিকে ভূপাতিত করেছেন৻

সঠিক কী ঘটেছিল তা এখনও স্পষ্ট না তবে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের অফিস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয় ৩১জন মার্কিন সৈন্য ওয়ার্দাক প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত হয়েছে আর তারা সবাই যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সদস্য৻

আফগান নিরাপত্তা বাহিনীর সাতজন সদস্যও নিহত হয়েছে৻

উদ্ধার তৎপরতা

নেটোর নেতৃত্বে আন্তর্জাতিক বাহিনীর এক মুখপাত্র শুধু এ খবরের সত্যতা স্বীকার করেছেন যে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এবং ঘটনাটির তদন্ত করা হচ্ছে৻

তিনি আরও বলেন বিধ্বস্ত হেলিকপ্টারটি উদ্ধার করার জন্য তৎপরতা চলছে৻

অন্যান্য খবরে বলা হয়েছে বিদ্রোহীদের বিরুদ্ধে একটি অভিযান চালানোর পর হেলিকপ্টারটি ঘাঁটিতে ফেরত আসছিল৻

তালেবানের একজন মুখপাত্র বলেছেন নেটোর নেতৃত্বে বাহিনী ওয়ার্দাক প্রদেশে সাঈদ আবাদ জেলায় একটি বাড়ীর ওপর হামলা চালায় যেখানে বিদ্রোহীরা জড়ো হয়েছিল৻

তিনি আরও বলেন রকেট হামলা চালিয়ে তালেবান হেলিকপ্টারটিকে ভূপাতিত করে এবং পরে আন্তর্জাতিক বাহিনীর বিমান হামলায় আটজন বিদ্রোহী নিহত হয়৻

একটি রকেট হেলিকপ্টারটিকে আঘাত করে এবং তাতে আগুন ধরে যায়৻

মোহাম্মদ ওয়ালী ওয়ার্দাগ

এক স্থানীয় বাসিন্দা বিবিসিকে বলেছেন তিনি দেখেছেন একটি রকেট হেলিকপ্টারটিকে আঘাত করেছিল৻

মোহাম্মদ ওয়ালী ওয়ার্দাগ বলেন,‘‘ হেলিকপ্টারটি খুব নীচ দিয়ে উড়ছিল৻ একটি রকেট হেলিকপ্টারটিকে আঘাত করে এবং তাতে আগুন ধরে যায়৻

‘‘হেলিকপ্টারটি নদীর ধারে আমাদের বাড়ীর কাছে বিধ্বস্ত হয়৻‘‘

সাঈদ আবাদে তালেবানের ঘাঁটি রয়েছে৻

8:05 AM

Over the month, we published Blogger template that needs you to setup it in ‘Edit HTML’ section that often cause unpredictable error and is uneasy for beginner. For Remedy 2.0, we have widgetized all the part from the top navigation bar to the bottom tabber section. You can now wipe out all your worries and just customize Remedy in Page Element section!

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget